সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সেক্রেটারি মমতাজ উদ্দীন মন্তুর নেতৃত্বের পরিবর্তন দাবি করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে অবৈধ আখ্যায়িত করেছেন এই কমিটিরই সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন। গত ১৮ অক্টোবর শুক্রবার সিদ্ধিরগঞ্জে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমনটা দাবি করেন যুবদলের এই নেতা।
ওই মতবিনিময় সভার প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন পূর্ণাঙ্গ কমিটি গঠনে ভুলত্রুটি তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ণ করা হয়নি। তাই এ এই কমিটি অবৈধ এবং এই কমিটির নেতৃত্বের পরিবর্তন দাবী করছি। মহানগর যুবদলের নেতৃত্বে পরিবর্তন হলে দলের ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবে এবং রাজপথে যুবদলের হারানো ঐতিহ্য ফিরে আসবে।
১৮ অক্টোবর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মুলত আগামী ২৭অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ উপলক্ষে শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে অনুষ্ঠিত সভাটি অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান বলেন, আসছে ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি বিশাল শোডাউনের মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ করবো। সকলকে সেই অনুষ্ঠানে শরীক হওয়ার আহবান জানাচ্ছি।
অন্যদিকে জানাগেছে, আগামী ২৭ অক্টোবর মহানগর যুবদলের নেতারা দুটি ভাগে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন। একদিকে কর্মসূচি পালন করবেন সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে অপর পক্ষের নেতাকর্মীরা। তবে এর আগে ঐক্যের আহ্বান জানালেও দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও তার কোন সুরাহ করতে পারেননি দায়িত্বশীল নেতারা।
নেতাকর্মীদের দাবি অনুযায়ী- বিগত কয়েক বছর যাবত নারায়ণগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ভুমিকা রেখেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আহ্বায়ক কমিটির সফল ভুমিকার পর মহানগর যুবদলের আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। তখন পর্যন্ত মহানগর যুবদলের অবস্থা ঠিকঠাকই ছিল। কিন্তু মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরপরই সংগঠনটিতে বিশৃঙ্খলা দেখা দেয়। বিশৃঙ্খলার পাশাপাশি একাংশের নেতারা এখন সংগঠনের বাহিরে গিয়ে কর্মসূচি পালন করছেন। আগের চেয়ে অনেকটা ঝিমিয়ে পড়েছে মহানগর যুবদল। শীর্ষ চার নেতার মধ্যে অনৈক্যের ফলে প্রশ্নবিদ্ধ মহানগর যুবদল।
দীর্ঘদিন পর গত ২০ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছিল কেন্দ্রীয় যুবদল। কেন্দ্রীয় এই কর্মসূচি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে পালন করে মহানগর যুবদল। ওই কর্মসূচিতে ছিলেন না মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান যারা মহানগর যুবদলের একাংশের নেতৃত্ব দিচ্ছেন।
তবে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর মনোয়ার হোসেন শোখন, সাগর প্রধান সহ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুবদলের যুগ্ম সম্পাদক আহম্মদ আলী সহ বেশকজন যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সেক্রেটারি মমতাজ উদ্দীন মন্তুর কর্মকান্ডের বিরোধীতা করেন। বিরোধীতা করে তারা পালটা বলয় নিয়ে বেশকটি কর্মসূচি পালন করেন। এখন তারা যুবদলের সভাপতি ও সেক্রেটারির সঙ্গে রাজনীতিতে নেই। তবে ইতিমধ্যে সানোয়ার হোসেন ম্যানেজ প্রক্রিয়ায় সভাপতি ও সেক্রেটারির সঙ্গে ফিরেছেন।
যদিও এর আগে গত ২২ এপ্রিল বন্দরে যুবদলের এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একাংশের নেতারা। ২২ এপ্রিল সোমবার সন্ধায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় বন্দর যুবদলের আয়োজিত এক কর্মীসভায় এই আল্টিমেটাম দেন যুবদলের নেতারা। কর্মী সভায় মহানগর যুবদলের একাংশের নেতাকর্মীদের পক্ষে এমন ঘোষণা দেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান। ওই সময় নেতাকর্মীরা এমন আল্টিমেটামের পক্ষে হাত তালি দিয়ে সমর্থন জানান।
ওইদিন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, প্রধান বক্তা হিসেবে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, বিশেষ অতিথি হিসেবে মহানগর যুবদলের সহ-সভাপতি আহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন।
কর্মী সভায় প্রধান বক্তা সাগর প্রধান তার বক্তব্যে বলেছিলেন, সাত দিনের আল্টিমেটাম দিয়ে গেলাম। এই সাত দিনের মধ্যে এই মহানগর যুবদলের সভাপতি, সেক্রেটারি সকলকে নিয়ে বসে কমিটি কিভাবে সাজাতে হবে, কমিটি কিভাবে কাজ করবে, নেতাকর্মীদের কিভাবে মুল্যায়ন করা যায় কার্যক্রম পরিচালনা করতে যদি অপারগতা প্রকাশ করে, তাহলে আমরা কেন্দ্রকে জানাবো এবং সিদ্ধিরগঞ্জ, বন্দর নারায়ণগঞ্জ আমাদের সঙ্গে যত নেতাকর্মী আছে, তাদের সাথে পরামর্শ করে, আমরাও বিকল্প কি করা যায় সেটা চিন্তা করব। এবং সেটা এমনভাবে করব, আপনারা যত সহজ মনে করেন এতটা সহজে বুঝবেন না। এত সহজে হাল ছাড়বো না। একটা হাতি হাজার হাজার পিপড়াকে পাড়া দিয়ে পিসিয়ে ফেলতে পারে, কিন্তু একটা পিপড়া যদি বাইয়া হাতির কানের ভিতরে ঢুকে তাহলে সেই পিপড়া কিন্তু বিশাল হাতিকে নাচাইয়া ফালায়। আমরা কিন্তু সেই পিপড়া। কাজেই আপনারা চালাকি করবেন না। যত দূর পারি এগিয়ে যাবো কিন্তু পরাজিত হবো না ইনশাহআল্লাহ।
সাগর প্রধান আরও বলেছিলেন, মহানগর যুবদলে ২৫ জন কখনও সহ-সভাপতি হতে পারেনা। ১৮ জন কখনও যুগ্ম সম্পাদক হতে পারেনা। যোগ্য আছে, ধরলাম সবাই যোগ্য। কিন্তু কমিটির ক্ষেত্রে ২৫ জন সহ-সভাপতি হতে পারে না। এটা স্বেচ্ছাচারিতা, এটা সংগঠন বিরোধী কাজ। এটা হচ্ছে পামওয়েল তেল আর এক নম্বর ঘি এক সাথে এক ধরে বেচা কিনি করা। যারা এভাবে গুণীজনের সম্মান নষ্ট করে আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে তাদের সম্মান নিজে নষ্ট করে।
সেদিন সাগর প্রধান বলেন, আমরা মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে সম্মান করে তার সঙ্গে কাজ করেছি। দলের দুঃসময়ে যেনো বিভেদ সৃষ্টি না হয় আন্দোলন সংগ্রামে কাজ করেছি। ২০১৪ সালের আন্দোলন সংগ্রামে খোরশেদ নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারেনি। ওই সময় সবচেয়ে বেশি ভুমিকা ছিল সানোয়ার ভাইয়ের। আমরা পালিয়ে থেকে এসেও মহানগরীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেই আবার আত্মগোপনে চলে গিয়েছিলাম। খোরশেদ যখন আত্মগোপনে ছিল তখন আমরাই মহানগর যুবদলের নেতৃত্ব দিয়েছিলাম এবং আন্দোলন সংগ্রাম করেছিলাম।
তিনি খোরশেদের কাছে প্রশ্ন রেখে বলেছিলেন, যদি সুপার ফাইভ কমিটি দিয়ে থাকে, যদি সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কোন কাজেই না লাগে তাহলে আপনারা এই দুটা পদকে কেন বাতিল করলেন না? আজকে আমাদের পদ নিয়ে কোন বিরোধীতা নাই। আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদেও আছি, শোখন ভাই সিনিয়র সহ-সভাপতি পদেও আছেন। আমরা তো আমাদের জন্য কথা বলছি না। কিন্তু সানোয়ার ভাইকে অবমুুল্যায়ণ করা হয়েছে। সানোয়ার ভাইয়ের ঋণ খোরশেদ কখনও শোধ করতে পারবেন না।
সাগর প্রধান বলেছিলেন, আমরা কোন গ্রুপিং করতে চাইনা। আমরা শুধু একটা কথা বলতে চাই, এখনও আমরা মিলে মিশে কাজ করতে চাই। দলের মধ্যে শৃঙ্খলা আছে, আমরা বিশৃঙ্খলা তৈরি করতে চাইনা। তারা সিদ্ধিরগঞ্জে সেদিন কর্মী সভা করেছেন। কিন্তু আমি সিদ্ধিরগঞ্জ থানা কমিটিতেও আমি সিনিয়র সহ-সভাপতি, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলাম। মহানগর যুবদলের সুুপার ফাইভ কমিটিতে আমি ছিলাম। কিন্তু আমার এলাকায় কর্মী সভা করলেন অথচ আমাকে জানানো হলো না! আপনার তো লজ্জা হওয়া উচিত। মতবিরোধ থাকতে পারে, যখন কমিটির কার্যক্রম পরিচালনা করবেন, আমি আসি বা না আসি, আমাকে দাওয়াত দেয়া উচিত ছিল। এটা সংগঠনের নিয়ম। নিয়ম ভঙ্গ করেছে মহানগর যুবদলের সভাপতি ও সেক্রেটারি, সিদ্ধিরগঞ্জ থানার তথাকথিত সভাপতি।
ওই অনষ্ঠানে সাগর প্রধান কঠোর ভাষায় বলেছিলেন, এই মহানগর যুবদলের সেক্রেটারি ২০১৪ সালে আত্মগোপন করার কারনে, সেইদিন এই খোরশেদ আর কাউকে খুজে পায় নাই। আমাকে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে সিদ্ধিরগঞ্জে কাজ করিয়েছিল। বিপদের দিন সাগর প্রধানকে ডাকবেন, বিপদের দিন ভাই ডাকবেন, মিছিল করাবেন, মিটিং করাবেন, পোস্টার ফ্যাস্টুন ব্যানার করাবেন, আর আপনারা ঢাকায় আত্মগোপনে থাকবেন, আর আমরা কাজ করব। তবুও এব্যাপারে কোন অভিযোগ ছিল না, কর্মী হিসেবে কাজ করেছি। কেন্দ্র থেকে সুপার ফাইভ কমিটি দিয়েছে, আমাদের কোন দাম নাই। সভাপতি ও সেক্রেটারি বইসা বইসা নিজেরা কমিটি বানাইয়া কেন্দ্র থেকে অনুমোদন করিয়ে নিয়ে আসলো।