সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, সমবায়ের মাধ্যমে আয়-বৈষম্য হ্রাস করে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরো বলেন, সমবায় পদ্ধতি পারস্পরিক সহযোগিতা, সমবেত প্রচেষ্টা, মূল্যবোধের চর্চা এবং সম্মিলিতভাবে টিকে থাকার নীতিতে বিশ্বাস করে। সারা দেশের ন্যায় সোনারগাঁয়েও ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সক্রিয় এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে আরও তৎপর হওয়ারও আহ্বান জানিয়েছেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা আনিসা খাতুন, উপজেলা উন্নয়ণ অফিসার শাহানারা আচল ও মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি।
সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবেয়া খাতুন।