সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ নভেম্বর সোমবার বাবার লাশ বাড়িতে রেখে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে নাফিল (১৪) নামে এক শিক্ষার্থী। তার বাবা ইসলাম (৪০) সোমবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান। তিনি স্থানীয় ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার আব্দুল ছামাদের ছেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার-গোপালদী সড়কের মার্কাজ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বাবার মৃত্যুর শোকে ছেলে অসুস্থ্য হয়ে পড়েছিল। ইউএনও সোহাগ হোসেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে যথা সময়ে তাকে পরীক্ষায় অংশ নেয়ারও সুযোগ করে দেন। পরে তাকে একটি কেবিনে পরীক্ষার গ্রহণ করানো হয়। টিএইচও ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া কেবিনের ভাড়া ছাড় দেয়ার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন বলেন, নাফিজের বাড়িতে গিয়ে তার পরিবারকে শান্তনা দিয়ে অসুস্থ্য নাফিজকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পাশে একজন শিক্ষক ও পুলিশ গার্ড দেয়া হয়েছে।