সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ কবি-লেখক ফোরাম এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং কৃতি কবি-লেখক সম্মাননা ২০১৯ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্তশালা ভবনের অডিটোরিয়ামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমদাদুল হক মিলন, প্রধান আলোচক আলোচিত ছড়াকার আসলাম সানি, আলোচক হিসেবে ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি লেখকরা কখনো সাবেক হয় না, মরহুম হয় না। মৃত্যুর পরও তাদের লেখনীর মাধ্যমে তাঁরা চিরস্মরণীয় হয়ে থাকেন।
বক্তারা অনুরোধ করেন কবি লেখকরা যাতে তাদের লেখনীতে নারীদের ভোগ্যপণ্য না বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট হন।