সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় মাসিক অপরাধ হালচিত্রে গত অক্টোবর মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৯২টি মামলা দায়ের হয়েছে। প্রায় ৬ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুুলিশ।
পুলিশ সূত্রে, ফতুল্লা মডেল থানায় গত অক্টোবর মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৯২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মাদক মামলা দায়ের হয়েছে ৪৭টি। অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ৫টি। এ মাসের নিয়মিত মামলাগুলো হলো: হত্যা (খুন) মামলা ২টি, নারী শিশু নির্যাতন ও যৌতুক ৯টি মামলা, ধর্ষণ ৫টি মামলা, চুরি মামলা ১টি, অস্ত্র মামলা ১টি, মারামারি (বিভিন্ন ধারায় ) মামলা ২৭টি এবং মাদক মামলা ৪৭টি।
এই মাসে ৬ লক্ষ ৪৫হাজার ৫০ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এই মাসে জি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৫০টি, সি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৪৪টি এবং সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছে ৮টি। এই মাসে উদ্ধারকৃত মাদক হলো : ইয়াবা ট্যাবলেট ৯১৬’শ পিস, গাঁজা ১ কেজি ১’শ ৫০ গ্রাম, হেরোইন ৩১ গ্রাম এবং ফেন্সিডিল ৩৯ বোতল।