সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর অভিযানে নরসিংদী এলাকা থেকে প্রতারণার মাধ্যমে দেশীয় কাপড়ে রেমন্ড, টরে, অরবিন্দ সহ বিখ্যাত বিদেশী ব্যান্ডের নকল ছাপ ব্যবহার করায় কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়। ২১ নভেম্বর বৃহস্পতিবার র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, ২০ নভে¤¦র বুধবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন শেখেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী কাপড়ে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের ট্রেকমার্ক ব্যবহার করে প্রতারণার দায়ে কারখানার মালিক রবিউল আলম শাওনকে গ্রেপ্তার করা হয়। তার দখল হতে ১৪টি বড় আকারের কাঠের ফ্রেম দ্বারা তৈরী ডাইস, আনুমানিক ৬ হাজার মিটার কাপড়, কাপড়ে ছাপার কাজে ব্যবহৃত ২টি আয়রন, ৩’শ গ্রাম সোনালী রং ও ৪০টি সোনালী রংয়ের ফুয়েল জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, মোঃ রবিউল আলম শাওনের বাড়ি নরসিংদী জেলার সদর থানাধীন শেখেরচর এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশীয় কাপড়ের কারখানা হতে তৈরীকৃত কাপড় কিনে তার নিজস্ব কারখানায় রেখে রেমন্ড, টরে, অরবিন্দ সহ বিভিন্ন বিখ্যাত স্বনামধন্য আন্তর্জাতিক মানের নকল ছাপ ব্যবহার করে প্রতারণামূলকভাবে বাজারে বিক্রয় করে আসছে। বাজারে ও ভোক্তাদের কাছে ভালো ব্র্যান্ডের কাপড়ের চাহিদা থাকায় নিম্নমানের কাপড়ে রেমন্ড, টরে, অরবিন্দ, গিজা সহ খ্যাতিমান ব্র্যান্ডের নকল ছাপ দিয়ে অধিক মূল্যে বাজারে বিক্রি করে আসছে।