সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। তবে এই কর্মসূচিতে ক্যামেরার সামনে দাড়াতে দফায় দফায় ধাক্কাধাক্কি করেছেন বিএনপি নেতারা। চেইন অব কমান্ড বলতে বিএনপি নেতাদের মাঝেই কিছুই দেখা গেল না। রাজপথে নেমে একটি মিছিল করতে অক্ষম বিএনপির এসব নেতারা ফটোসেশন ভিত্তিক রাজনীতি নতুন কিছু নয়। কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরার সামনে দাড়াতে কয়েক দফা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেছেন বিএনপি নেতারা- এমন ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের কাছে জমা।
২৩ নভেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠের গলিতে জড়ো হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। সাড়ে তিনটার দিকে বিএনপি নেতাকর্মীরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিলে শুরু হয় নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি। একেক জন নেতা অপর নেতাকে কুনই দিয়ে ধাক্কাধাক্কিতে দাড়াতেই পারছিলেন না শীর্ষ নেতারা। আড়াআড়িভাবে নেতাকর্মীদের দাড় করানোর চেষ্টায় নামেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল। এরি মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হন জেলা বিএনপির সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদ ও সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি। তারা আসার আগেই কয়েক দফায় ধাক্কাধাক্কি হয়ে যায়। মহিলা দলের বেশকজন নেত্রীও এই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তাদের সামনে ক্যামেরা হাতে দাড়িয়ে ছিলেন প্রায় অর্ধশতাধিক মিডিয়া কর্মীরা।
প্রায় মিনিট দশেকের সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু জাফর। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুন, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, যুব বিষয়ক সম্পাদক আশরাফুল হক রিপন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলাদলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, সদস্য সচিব রহিমা শরীফ মায়া, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত প্রমূখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম হীরা, প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ-যুব বিষয়ক সম্পাদক একরামুল কবির মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, শিশু কিশোর বিষয়ক সম্পাদক শাখাওয়াত মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, স্বাস্থ্য সম্পাদক কবির হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হক আলমগীর, সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোমেন খান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট হেলাল উদ্দীন সরকার প্রমূখ।