পেঁয়াজের রঙ্গলীলা
———–সুমী ধর
…………………………..
একি রঙ্গলীলা খেললে পেঁয়াজ
সবার পকেট খালি করে।
কিনতে গেলেও কাঁন্না আসে
রানতে গেলেও কাঁন্না আসে।
হারিয়ে গেলো কোথায় পেঁয়াজ
ঐ অজানা দূর দুরান্তে।
গরম সবই গরম
পরছে গরম সূর্যের কিরণে,
বড় গরম পেঁয়াজ, রসুনে।
পেঁয়াজের টাটকা ঝাজে
এই আঁখী দুটো উঠে ঝলসে
পেঁয়াজ আমার প্রিয় উদ্ভিদ
হারিয়ে গেল ঐ দিগন্তে।
পেঁয়াজ কিনতে গেলে এখন
সবার পকেট খালি হয় তখন।
স্বামী বলে, ওগো শুনছো?
পেঁয়াজের ঘাটা, ঘাটি কম করো।
পারলে পেঁয়াজ ছেড়ে দিও
না পারলে একটা খাইও।
আমি বলি এই কেমন দেশ
পকেটে টাকা নিলে এখন,
পেঁয়াজ কিনলে সবই যে শেষ।
চাইনিতো এমন রাজ্য,
যেখানে জুটবেনা একটা পেঁয়াজও।
বাজারে গেলে পেঁয়াজের জন্য,
আঁখী তটে বৃষ্টি ঝড়ে।
আমরা শেষ, শেষ, শেষ,
পেঁয়াজ দেখালো রঙ্গলীলা বেশ।।