সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আড়াইহাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিবাদ সভায় বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির প্রয়াত ধর্ম বিষয়ক সম্পাদক এএম বদরুজ্জামান খান খসরুর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপির নেতারা। তার অবদান তুলে ধরে খসরুর উত্তরসূরী মাহমুদুর রহমান সুমনের সামনে তুলে ধরতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। এসময় নেতাকর্মীদের বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে পড়েন মাহমুদুর রহমান সুমন।
ওই সভায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু বলেন, ভয় করিনা বুলেট বোমা আমরা হলাম সুমন সেনা, আমরা হলাম তারেক সেনা। সুমনের মনবল আড়াইহাজারের যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, তাতীঁদল, মূলদল ও সমস্ত অঙ্গসংগঠন। সুমন শুধু আড়াইহাজার থানার নেতা নন, তিনি হলেন সারা বাংলাদেশের ধর্ম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং আড়াইহাজার বিএনপির সভাপতি প্রয়াত এএম বদরুজ্জামান খান খসরুর সুযোগ্য সন্তান। মাহমুদুর রহমান সুমন নিজেও হুট করে রাজনীতিতে আসেননি। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য গাজী এমএ মাসুদ বলেন, আমি প্রয়াত খসরুর একজন ক্ষুদ্র সৈনিক। আমি সেই ১৯৮৭ সাল থেকে খসরুর সঙ্গে রাজনীতি করে আসছি। আমার দেখা রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন স্বচ্ছ রাজনীতিবিদ। যার হাত ধরেই আমার রাজনীতির ‘র’ শুরু হয়। তিনি আমাকে বিশনন্দী ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক বানিয়েছেন, আড়াইহাজার থানা যুবদলের নেতৃত্বে এনেছেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলেত পদ এনে দিয়েছিলেন, আনারস মার্কা আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার উৎসাহ ও সহযোগিতা করেছিলেন এবং বর্তমানে আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যও হয়েছি তারই ছেলে মাহমুদুর রহমান সুমনের অবদানে।
খসরু ও সুমনের প্রসংশা করে হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম সবুজ বলেন, প্রয়াত খসরু ছিলেন এমন একজন দানবীর যিনি স্কুল রক্ষার জন্য নিজের স্ত্রীর স্বর্ণ ও নিজ সন্তানকে হাসপাতাল নেওয়ার টাকা দিয়ে দেন স্কুল কর্তৃপক্ষের হাতে। আর সেই স্কুলের নাম হলো সুলতানসাদী স্কুল।
তিনি আরো বলেন, আমরা চাই আড়াইহাজারবাসীকে নিয়ে প্রয়াত খসরু যে স্বপ্ন দেখতেন তার বাস্তবায়ন করবেন তারই ছেলে মাহমুদুর রহমান সুমন। তার জন্য আমরা সবাই সুমনের নেতৃত্বে কাজ করে যাব ইনশাহআল্লাহ।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত বলেন, আজকে যে আমি নারায়ণগঞ্জ জেলা যুবদলের এত বড় দায়িত্বে আছি তার একমাত্র প্রশংসার দাবিদার ও অবদান মাহমুদুর রহমান সুমন। তিনি আরো বলেন, আর খসরু সম্পর্কে আমি কিছুই বলবনা, কারণ যারা বিএনপির জন্মলগ্ন থেকে রাজনীতি করে থাকেন তারা অবশ্যই জানেন খসরু কে ছিলেন। তিনি ছিলেন আড়াইহাজার বিএনপির প্রতিষ্ঠাতা, আড়াইহাজারবাসীর স্বপ্নদ্রষ্টা।
আড়াইহাজার থানা ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুক বলেন, এই ভোটারবিহীন ফ্যাসিবাদী সরকারের আমলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় প্রয়াত খসরু ও মাহমুদুর রহমান সুমনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আর সর্বদা এই নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন আমার শ্রদ্ধেয় প্রয়াত আড়াইজাহার থানার সভাপতি এএম বদরুজ্জামান খান খসরু। বর্তমানে আমরা তারই সুযোগ্য সন্তান মাহমুদুর রহমান সুমন আমাদের ছায়াতলে আছেন। ভবিষ্যতেও থাকব ইনশাহআল্লাহ।
এসময় আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাশেম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান সুমন। আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, বিএনপি নেতা তোতা মেম্বার, সামসুল ইসলাম, নূর আলম নিপু, মো: মাসুদ মিয়া, যুবদল নেতা জহিরুল ইসলা জহির, কামাল হোসেন, জাহিদ হাসান, আবুল হোসেন, সফিকুল ইসলাম, আশ্রাফুল ইসলাম, সাইফুল, আল আমিন, ছাত্রনেতা মোহাম্মদ ফারুক, ইয়ামিন হাসান, মো: সমির ও মো: হাসান প্রমুখ।