সেক্রেটারি পদে নেতাকর্মীদের সমর্থন চাইলেন কাজিম উদ্দীন প্রধান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাজিম উদ্দিন প্রধান বলেছেন, আমার অত্যন্ত আনন্দ লাগছে এই ভেবে যে, দীর্ঘ ১৫ বৎসর পর বন্দর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে। এটা বন্দরের আওয়ামী রাজনীতির জন্য খুবই শুভ সংবাদ। আমরা যদি সত্যিই আওয়ামীলীগকে ভালোবেসে থাকি, বঙ্গবন্ধু আদর্শকে লালন করে থাকি, তাকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই সেদিন আমরা সবাই সকাল ৯টার মধ্যে সম্মেলন স্থলে উপস্থিত হবো। রাজপথ শ্লোগানে মূখরিত করর। আর শেষাবধি সম্মেলনে উপস্থিত থাকবো।

২৪ নভেম্বর রবিবার বিকেলে বন্দর থানাধীন ফরাজীকান্দা এলাকায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে আসন্ন বন্দর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দীন আরো বলেন, আমাদের ফরাজীকান্দা এলাকাটি নিয়মতান্ত্রিকভাবেই আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদগুলোতে এই এলাকা থেকে একজন না একজন পেয়ে থাকত। কিন্তু বর্তমান সময়ে আমরা (কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলী) অবহেলিত, আমাদের দেখার মত কেউ নাই। তাই আমি সব ছেড়ে আপনাদের কল্যাণের আশায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। যদি আপনাদের ভালোবাসা আর সমর্থন থাকে তাহলে অবশ্যই আমার বিজয় নিশ্চিত। ইনশাল্লাহ নির্বাচিত হলে বন্দর উপজেলার সকল আওয়ামীলীগ নেতাকর্মী ও তৃণমূলের অধিকার প্রতিষ্ঠা করব। তাদের দুঃখ-দুঃর্দশায় সবাইকে এক করে পাশে দাড়াতে চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতি করেন বৃহত্তর ফরাজীকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ হানিফ এবং কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুতুবউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মঞ্জুর হাসান মঞ্জু, আল মদিনা রাইস মিলের চেয়ারম্যান আবু তালেব, বন্দর থানা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ও মোঃ ইসলাম প্রমূখ। এতে কোরআন তেলোয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম।