সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ২৩ নভেম্বর শনিবার দিবাগত রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঝোপঝাড় থেকে তাদের গ্রেপ্তার করে।
অভিযান কালে একটি ছোড়া, দুটি রামদা, চাপাতি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক কুদ্দুস ফকির বাদী হয়ে রবিবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি, চুরি, ছিনতাই ঠেকাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে যানবাহনে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পাই।
খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার গ্রামের মৃত বাইজুল মিয়ার ছেলে মো. শাওন, চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাগ গ্রামের কামাল হোসেনের ছেলে বাবু, বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নিজাম বেপারীর ছেলে রনি ও বন্দর উপজেলার মিনার বাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫-৭জন ডাকাত পালিয়ে যায়। অভিযান কালে একটি ছোড়া, দুটি রামদা, চাপাতি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক কুদ্দুস ফকির বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।