জামিন পেলেন নারায়ণগঞ্জ বিএনপির ৩৩ নেতাকর্মী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির আন্দোলন সংগ্রামের সময় হওয়া একটি নাশকতার মামলায় নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন স্তরের ৩৩ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পন করে জামিন পেয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৮ সালের ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেছিল।

২৪ নভেম্বর রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত বিএনপি নেতাকর্মীদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত নিবার্চনের আগে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। সে সময়ে ফতুল্লা থানা পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একটি নাশকতার মামলা দায়ের করে। আজকে এই মামলায় জেলা ও দায়রা জজ আদালতে ৩৩ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

এ মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, সহ-যুব বিষয়ক সম্পাদক একরামুল কবির মামুন, সহ-দপ্তর সম্পাদক বোরহানউদ্দিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ূন কবির, ফতুল্লা থানা তাঁতী দলের আহ্বায়ক অলিউল্লাহ খোকন, জেলা যুবদলের সহ-সভাপতি স্বপন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবু হোসেন পায়েল, যুবদল নেতা আমিনুল হক জুয়েল, ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী, শরীফ হোসেন মানিক ও জুবায়ের জাবেদ সহ ৩৩ জন নেতাকর্মী জামিন পেয়েছেন।