৩২১ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করলেন কাউন্সিলর খোরশেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আরবান স্ল্যাম আনন্দ স্কুলের গলাচিপা ও মাসদাইর দুইটি স্কুলের ৩২১ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ লক্ষ ৭৭ হাজার ৮ শত টাকা বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের এই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, এ সময় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন রস্ক প্রকল্পের সুপারভাইজর মোঃ জহিরুল ইসলাম, নারী মৈত্রি সংস্থার সাহেব বিন শরিফ, মোঃ মিহির, মাসদাইর আরবান স্লাম আনন্দ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ, গলাচিপা আরবান স্লাম আনন্দ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত খন্দকার ও বিশিষ্ট সমাজসেবক রিটন দে প্রমুখ।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাউন্সিলর খোরশেদ বলেন, এই টাকা দিয়ে বাচ্চাদের পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে হবে এবং পড়াশোনার দিকেও খেয়াল রাখতে হবে। যেন তারা ভাল ফলাফল করে। কারন শিক্ষাই একমাত্র ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। যে সকল বাচ্চারা নিয়মিত স্কুলে আসবে না তাদের এখন থেকে কোন প্রকার সহায়তাও করা হবে না।

প্রতিজন ছাত্র-ছাত্রীকে ১৮’শ টাকা নগদ শিক্ষা ভাতা ৩২১ জনকে ৫ লক্ষ ৭৭ হাজার ৮ শত টাকা সোনালী ব্যাংক কর্র্তৃপক্ষের তত্ত্বাবধানে বিতরণ করা হয়।