সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিভাগীয় জোড় ইজতেমা-২০১৯ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম। নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিতব্য আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনের বিভাগীয় জোড় ইজতেমা।
প্রথম দিন ২৯ নভেম্বর শুক্রবার ইজতেমা ভেন্যুগুলো ও আশপাশ এলাকার নিরাপত্তা ও সার্বিক দিক পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি নিরাপত্তা নিয়োজিত সকল ভেন্যু ঘুরে ঘুরে দেখেন। এছাড়া তিনি ইজতেমা কমিটির মুরুব্বীদের সাথে নিরাপত্তা সহ ইজতেমা সার্বিক কার্যক্রম সংক্রান্তে মতবিনিময় করেন। মতবিনিময় কালে ইজতেমা মুরুব্বীগণ জেলা পুলিশ কর্তৃক নিয়োজিত নিরাপত্তা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইজতেমা মুরুব্বীগণ সহ আগত মুসল্লীদের সাথে ইজতেমা ময়দানে একসাথে জুম্মার নামাজ আদায় করেন।
উল্লেখ্য জেলা পুলিশ কর্তৃক তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোষাকধারী পুলিশ, সাদা পোষাকে পুলিশ, যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ডিউটি সহ প্রায় সহ¯্রাধিক অফিসার-ফোর্স ইজতেমায় নিরাপত্তা ডিউটিতে মোতায়েন আছে।