সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পুলিশে ভয়াবহ রদবদলের ঘটনা ঘটিয়েছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। পুলিশ সুপার যোগদানের পর ৪৩ জন পুুলিশ কর্মকর্তাকে বদলি এবং আরও ৫ জন পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এসব পুলিশ সদস্যরা জেলার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।
এদের মধ্যে নবাগত এসপির এক অফিস আদেশে জেলা পুলিশের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা, এসআই আবুল কালাম আজাদ, এসআই তাহিদুল্লাহ, এসআই রাজু মন্ডল, এসআই হাবিব ও এসআই আপন কুমার মজুমদার এবং এএসআই নারায়ণ ভৌমিক, এএসআই নাজমুল হুদা, এএসআই হাওলাদার ওমর, এএসআই শাহীন উল্লাহ ও এএসআই মিজানুর রহমান।
এছাড়া রূপগঞ্জ থানার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয় যার মধ্যে ৬ জন এসআই এবং ৭ জন এএসআই। ফতুল্লা মডেল থানা থেকে ৭ জন, বন্দও থানায় ৩ জন, সিদ্ধিরগঞ্জ ও সদরে একজন করে বদলি করা হয়। যেখানে সদর মডেল থানার এসআই শহীদ এবং সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আল আমিনকে বদলি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মমিনুল ইসলাম।