মান্নানের সঙ্গে সোনারগাঁ পৌর বিএনপির কমিটির শুভেচ্ছা বিনিময়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে নারায়ণগ জেলার সোনারগাঁও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা সৌজন্য সাক্ষাত করেছেন। ওই সময় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে দেন নেতারা।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান সোনারগাঁও পৌর আহ্বায়ক শাহজাহান মেম্বার, সদস্য সচিব কাউন্সিলর মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাহিম সহ অন্যান্য নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ প্রধান, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা সোহেল রানা ও জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জসিম প্রমূখ।

অন্যদিকে জানাগেছে, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ সোনারগাঁও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। যে কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহজাহান মেম্বার ও সদস্য সচিব মোতালেব মিয়া। এ ছাড়াও বেশকজনকে রাখা হয়েছে যুগ্ম আহ্বায়ক হিসেবে। যাদের বেশির ভাগ নেতারাই বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না সক্রিয়। প্রকাশ্যে জাতীয়পার্টি ও আওয়ামীলীগের হয়ে কাজ করেছিলেন। আহ্বায়ক শাহজাহান মেম্বার গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। অথচ তার হাতেই দেয়া হলো পৌর বিএনপির নেতৃত্ব।

এই কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় ছাত্রদল নেতা এডিএম বাকির জুয়েল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ নেতার নির্বাচনী ক্যাম্পে বসে আছেন শাহজাহান সহ বিএনপির বেশকজন নেতা। যাদের মধ্যে বেশকজন ইতিমধ্যে জাতীয়পার্টিতে যোগদানও করেছেন।
ছাত্রদলের এই নেতা তার পোস্টে লিখেছেন, অভিনন্দন! যারা সোনারগাঁ আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পক্ষে নির্বাচনে কাজ করার পরও সোনারগাঁও পৌর বিএনপির আহ্বায়ক হয়!

তার এমন পোস্টে ওই আওয়ামীলীগ নেতার নির্বাচনী ক্যাম্পে বসা ও নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ নেতার পক্ষে ভোট প্রার্থনার ছবিও পোস্ট করেছেন। যেখানে ছাত্রদল নেতা কাউসার মন্তব্য করেছেন, সুবিধাবাদীরা অতিমাত্রায় মুল্যায়িত অন্যদিকে ত্যাগীরা বিতাড়িত বলেই আজ আমরা বিচ্ছিন্ন ও দূর্বল। ছাত্রদল নেতা ইকবাল প্রধান লিখেছেন, একজনের সাইনে কমিটি হয়? ফারুক হিমেল লিখেছেন, এটাই বিএনপির চরিত্র। মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু লিখেছেন, এটাই রাজনীতিরে ভাই।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে এই কমিটির আগে তৎকালীন জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার পৌর বিএনপির কমিটি গঠন করেছিলেন। ওই সময় এমএ জামানকে সভাপতি ও বশির উদ্দীন মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর বশির উদ্দীন মোল্লার মৃত্যুবরণের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির রফিক। কয়েক মাস পূর্বে অসুস্থ্যতার কারন দেখিয়ে এমএ জামান পৌর বিএনপির সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাহান মেম্বার। তবে সম্প্রতি এমএ জামান পৌর জাতীয়পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন।

জেলা বিএনপির সেক্রেটারি জানান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মোঃ শাহজাহান মেম্বারকে আহবায়ক ও মোঃ মোতালেব মিয়াকে সদস্য সচিব করে ৪১ সদস্য রয়েছেন। কমিটিতে সফিকুল ইসলাম নয়ন, মোঃ শাহীন আহাম্মদ, নজরুল ইসলাম বাচ্চু, ফারুক আহাম্মদ তপন (কাউন্সিলর), মোঃ আলমগীর হোসেন, আবু ছাইদ, মোঃ ফরিদ হোসেন, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, মাসুম মোল্লা, মোঃ আব্দুর রহিম, নাসির উদ্দীন (সাবেক কাউন্সিলর), শামসুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়।