সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের বর্তমান এমপি একেএম সেলিম ওসমানের গত জাতীয় নির্বাচনে নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে ভাংচুর অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বেশকজন শীর্ষ নেতা।
মামলায় অভিযোগ- গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় নারায়ণগঞ্জ- ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযাগে দায়েরকৃত মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়।
ওই মামলায় ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে এ হাজিরা দেন তারা।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট রফিক আহমেদ।
আসামিরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান ছক্কু, মহানগর ছাত্রদলের প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান রাব্বি প্রমুখ।