সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১এর টীম পৃথক পৃথক অভিযানে ১৩ পুরিয়া হেরোইন এবং ৩৬ লিটার যৌন উত্তেজক জিনসিন সিরাপ উদ্ধার করেছে। এসময় এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-১১।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার কাশীপুরের ফরাজিকান্দা এলাকা থেকে গত ১৩ ফেব্রুয়ারী রাতে ১৩ পুরিয়া হেরোইন সহ আল আমিনকে গ্রেপ্তার করেছে। সে ঐ ঐরাকা মো. আ.বারেক মিয়ার ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এস আই শরিফুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
অপরদিকে, র্যাব -১১ এর একটি টীম ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকায় ডিউটি চলাকালীন গত ১২ ফেব্রুয়ারী সন্ধ্যা সোয়া ৬টায় সরকারী অনুমোদন বিহীন জিনসিন নামের এক প্রকার যৌন উত্তেজক সিরাপসহ ৩ খুরচা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় ৩৬ লিটার জিনসিন সিরাপ উদ্ধার করে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ সদর থানাধীন আমলা পাড়া এলাকার হেকিম ওরফে হাজী সিরাজুল ইসলামের ছেলে সরফরাজ আহম্মেদ (৪২), মৃত হাজী সালেহ আহম্মেদের ছেলে সাব্বির আহম্মেদ (৫৫), ঢাকা জেলার মীরপুর আরাফাত নগর এলাকার কেএম শামসুদ্দিনের ছেলে নাসির উদ্দিন(৪০)। এ ব্যাপারে র্যাব-১১ এর জেসি মোঃ সামিউল ইসলাম বাদী হয়ে ফতুল্রা থানায় একটি মামলা দায়ের করেছে।