সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু হয়েছে। আবারো নির্মাণ সামগ্রী আনা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নির্মাণ সামগ্রীর চালান আসলে সেখানে নির্মাণ সামগ্রী রড বুঝে নেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
ওই সময় আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র দে, লাইব্রেরী সম্পাদক মাহমুদুল হক মমিন, কার্যকরী পরিষদ সদস্য আসাদুল্লাহ সাগর ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আদালতের এজিপি অ্যাডভোকেট দিলীপ বিশ্বাস, অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন সহ বেশকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
জানাগেছে, এমপি সেলিম ওসমান বলেছেন আগামী মার্চ মাসের মধ্যে বার ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ করে উদ্বোধন করা হবে। গত ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ডিজিটাল বার ভবনের উন্নয়ন নিয়ে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ (২০২০-২০২১) এর নবনির্বাচিত আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা সভা করেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
ওই সময় আগামী মার্চ মাসে ভবনের প্রথম তলা সম্পন্ন এবং দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা বলা হয়। সেই সাথে ২০২০ সালের মধ্যে ভবনটি তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবীদের পক্ষ থেকে এমপি সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ওই দিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার কাজল, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, সিইও সুলভ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বরুন চন্দ্র দে, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, অ্যাপায়ন সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার রুবেল, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভূইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট হাছিব-উল- হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট নূসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান, অ্যাডভোকেট কামরুন নেছা সুর্বনা, অ্যাডভোকেট আজিম ভূইয়া, অ্যাডভোকেট কামরুল হাসান ও অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনটি নির্মাণের জন্য এমপি সেলিম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত ৩ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। যার মধ্যে ২০১৯ সালের ২০ জানুয়ারী এমপি সেলিম ওসমান থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকাকালীন সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের মাধ্যমে ১ কোটি টাকার চেক এবং পরবর্তীতে ৩ ফেব্রুয়ারী আরো ৫০ লাখ টাকার চেক, ২২ অক্টোবর আরো ৫০ লাখ টাকার চেক, চলতি বছর ২০২০ সালের ১৫ জানুয়ারী আইনজীবী সমিতির নির্মানাধীন ভবন পরির্দশনে গিয়ে আরো ১ কোটি টাকার চেক জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন তিনি।