সোনারগাঁয়ের কাঁচপুর থেকে চোরাইকৃত তেল উদ্ধার, গ্রেপ্তার ২

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের আধারে মালবাহী পরিবহন থেকে তেল চুরির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ।

৬ মার্চ শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ থানাধীন কাচঁপুর ইউনিয়নের বেসিক শিল্পনগরী ১নং গেটের সামনে গাড়ি থেকে তেল চুরি করার সময় তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৯০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শুক্রবার বিকেলে গাজীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার আলী আহম্মেদ খান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র মহাসড়কে তেল চুরি করে আসছে। কাচঁপুর হাইওয়ে পুলিশের নেতৃত্বে দুজনকে আটক করা হয়েছে এবং ট্রাক ড্রাইভার আক্তার হোসেন সাগর বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ মহাসড়কে চুরি ছিনতাই সহ সকল অপতৎপরতা রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এ ধরণের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক, কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন প্রমূখ।