বঙ্গবন্ধুর সোনার মানুষ হচ্ছে আজকের প্রজন্মের শিশু কিশোর: নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন, আজকের প্রজন্মের মাঝেই বঙ্গবন্ধু লুকিয়ে আছে। তাই আজকের শিশু কিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেই সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। আর সে সোনার মানুষ হচ্ছে আজকের প্রজন্মের শিশু কিশোররা। এরাই আগামীতে নেতৃত্ব দেবে,যে নেতৃত্ব দেশ ও মানুষের কল্যাণ বয়ে আনবে।

ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টুর ব্যবস্থাপনায় দানবীর মরহুম আমির আলী স্মরণে প্রগতি ছাত্র ও যুব সংসদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ৬ মার্চ শুক্রবার সকালে ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া উচ্চ বিদ্যালয়, পাগলা উচ্চ বিদ্যালয়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ, দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু, জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কবির, সমাজসেবক মো. মমিন মিয়া মাদবর, মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা, আফির উদ্দিন মাস্টার স্মৃতি বৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মোজাম্মেল হোসেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. নাছির প্রধান ও নুরজাহান বেগম প্রমূখ।