সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত ৫ লাখ চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়েছে চাঁদাবাজরা। ৭ মার্চ শনিবার সকালে উপজেলার চনপাড়া এলাকায় এ ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী চনপাড়া গ্রামের মোবাইল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ও তার ভাই ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ উপজেলার চনপাড়া পূণর্বাসন কেন্দ্রের আব্দুল মালেক ও তার স্ত্রী নুরুন নাহার তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। শনিবার সকালে আব্দুল মালেক ও তার স্ত্রী নুরুন নাহার ৫/৬ জনকে সাথে নিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মোবাইল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ও তার ভাই ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের বাড়িতে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।
এ সময় ব্যবসায়ী হাবিব ও ফারুক সন্ত্রাসীদের দাবীকৃত ৫ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল মালেক ও তার স্ত্রী নুরুন নাহার আগামী ৩ দিনের মধ্যে তাদের দাবীকৃত ৫ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসায়ী হাবিব ও ফারুককে হত্যা করে শীতলক্ষায় ভাসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।