সোনারগাঁয়ে আইনজীবীর উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়নের পেরাবো এলাকায় পুকুরের মাটি কেটে ব্রিকফিল্ডে (ইটভাটা) নিতে বাধা দেয়ায় এক আইনজীবীর উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী। সন্ত্রাসীরা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মীরা পরিচয় দিয়ে থাকেন। ৭ মার্চ শনিবার রাতে এ ঘটনার পর তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী।

অভিযোগে আইনজীবী উল্লেখ করেন, উপজেলার জাঁমপুর ইউনিয়নের পেরাব এলাকায় তার ১২বিঘা পুকুরে র্দীঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন নারায়ণগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট খন্দকার মোঃ মিকাঈল। আরো অধিক পরিমানে মাছ চাষের জন্য আইনজীবী তার নিজ পুকুরে খনন কাজ শুরু করেন।

কিন্তু শনিবার রাতে জামপুর ইউনিয়নের পেরাব এলাকার কথিত ছাত্রলীগ নেতা মোঃ রিয়েল মোল্লা, ফয়সাল, সালাউদ্দিন, ফারুক, মোহাম্মদ আলী সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী পুকুরের মাটি খনন কাজে বাধা দিয়ে ওই পুকুরের মাটি জোড়পূর্বক ইটভাটায় নেওয়ার চেষ্টা করে।

এতে আইনজীবী বাঁধা দিলে কথিত ছাত্রলীগ নেতারা মাটির বদলে আইনজীবীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় কথিত ছাত্রলীগ নেতা মোঃ রিয়েল মোল্লা, ফয়সাল আইনজীবীক মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আইনজীবীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় রাতেই তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে কথিত ছাত্রলীগ নেতা রিয়েল ও ফয়সাল প্রথমে গুলি বর্ষণের কথা স্বীকার করলেও পরে অস্বীকার করে দাবি করেন, জমির মালিক আইনজীবী মিকাঈল বিএনপির নেতা। তার পুকুরের মাটি আমরা কিনতে চেয়েছি কিন্তু কোন চাঁদা চাইনি।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু বলেন, আমি ঘটনা শুনেছি কিন্তু ব্যবসায়িক দ্বন্দে এমন ঘটনা ঘটতে পারে।

তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় আইনজীবী মিকাঈল নামের এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেছেন। আমি কয়েকটি ডাকাতির ঘটনা নিয়ে ব্যস্ত থাকায় এখন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারছিনা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) খোরশেদ আলম জানান, এ বিষয়ে তিনি অবগত নন। যদি আইনজীবী মামলা করতে চায় তাহলে মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।