সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীণ ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলার ছাদের ঢালাই শুরু হয়েছে। ৮ মার্চ রবিবার সকাল ৭টায় মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের শুরু করা হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমানের অর্থায়নে নির্মাণাধীণ এই বার ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোহসীন মিয়া সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এ সময়ে ভাষা সৈনিক নাগিনা জোহা সহ প্রয়াত সকল আইনজীবীদের আত্মার মাগফেরাত এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্য ও সকলের আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি অ্যাডভোকেট তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার রুবেল, লাইব্রেরিয়ান সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মো. আসাদুল্লাহ সাগর, অ্যাডভোকেট আজিম ভূঁইয়া, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট কামরুল হাসান ও অ্যাডভোকেট কামরুন নেছা সুবর্না।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনটি নির্মাণের জন্য এমপি সেলিম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত ৩ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। যার মধ্যে ২০১৯ সালের ২০ জানুয়ারী এমপি সেলিম ওসমান থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকাকালীন সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের মাধ্যমে ১ কোটি টাকার চেক এবং পরবর্তীতে ৩ ফেব্রুয়ারী আরো ৫০ লাখ টাকার চেক, ২২ অক্টোবর আরো ৫০ লাখ টাকার চেক, চলতি বছর ২০২০ সালের ১৫ জানুয়ারী আইনজীবী সমিতির নির্মানাধীন ভবন পরির্দশনে গিয়ে আরো ১ কোটি টাকার চেক জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন তিনি।