সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ‘প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ’ শীর্ষক মতবিনিময়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ‘প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। ৮মার্চ রবিবার বিকেলে সোনারগাঁয়ের রিসোর্স সেন্টার প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মূল্যবান উপদেশমূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার নিখীল চন্দ্র বিশ্বাস, সোনারগাঁও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম।