সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আমেরিকা ও ইউরোপে ভিসা দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১১)। এ সময় ওই প্রতারকের কাছ থেকে ৭ লাখ টাকা, বিপুল পরিমান ভিজিটিং কার্ড, পাসপোর্ট ও ডলার জব্দ করা হয়। ৯ মার্চ সোমবার বিকেলে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন এ তথ্য জানান।
তিনি জানান, এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গত ৮ মার্চ রবিবার দিবাগত রাতে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আমেরিয়া ও ইউরোপে ভিসা দেয়ার নামে টাকা আত্মসতের অভিযোগের প্রেক্ষিতে আসামী মোঃ রাজন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার দখল হতে আত্মসাতকৃত নগদ ৭ লাখ ১৯ হাজার ১’শ ৩০টাকা, ৩টি আমেরিকান ১০০ ডলারের নোট, ৩টি ভারতীয় ১০ রুপির নোট, ১টি ইন্দোনেশিয়ান ২হাজার রুপিয়া নোট, ৪টি পাসপোর্ট, ৩০টি ভূয়া ভিজিটিং কার্ড ও ৪টি স¥ার্ট ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, মোঃ রাজন মাহমুদের বাড়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চাঁনপুর এলাকায়। সে এসএসসি পাশ না করেও নিজেকে একজন ভিসা মার্কেটিং অফিসার বলে পরিচয় দিয়ে আসছে। এছাড়াও সে আমেরিকান সেন্টারের ভূয়া ভিজিটিং কার্ড ছাপিয়ে আমেরিকান সেন্টারের লোকের ছদ¥বেশ ধারণ করে আমেরিকা ও ইউরোপে ভিসা দেয়ার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। এভাবে দীর্ঘদিন ধরে রাজন নিজেকে আমেরিকান সেন্টারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আমেরিকা, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে জনসাধারণের কাছে বিশ¡াসযোগ্যতা তৈরী করে বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাত করে আসছিল। উক্ত প্রতারক রাজনের বিরুদ্ধে বর্ণিত ঘটনার সত্যতা পেয়ে র্যাব-১১, সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল গত ৮ মার্চ দিবাগত রাতে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী মোঃ রাজন মাহমুদকে গ্রেপ্তার করে।