সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ৯ মার্চ সোমবার বেলা ১২টায় বন্দর উপজেলা নির্বাচন অফিসার সাইবুর রহমান এ প্রতীক বরাদ্দ দেন।
বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ মিয়া হৃদযোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে এ ওয়ার্ডটি শূন্য হয়ে যায়। এবার উপ-নির্বাচনে ২ প্রার্থী মেম্বার পদে অংশগ্রহণ করেছেন।
নির্বাচনে প্রয়াত ইউসুফ মেম্বারের স্ত্রী রত্না বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী ইমন তালা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
নির্বাচনে তারা দুই জন প্রার্থীই একই প্রতীক (তালা) চাওয়ায় নির্বাচন অফিসার লটারীর মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। তবে জয়ে ব্যাপারে উভয় প্রার্থীই আশাবাদী।
বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হলো ৪ হাজার ৮’শ ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ২ হাজার ৩’শ ৭৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা হলো ২ হাজার ৪শ ৩৯ জন। নির্বাচনের প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচার প্রচারনায় নেমে পরেছে। আগামী ২৯ মার্চ এ ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।