সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ধামগড় ফাঁড়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১৫৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
জানাগেছে, ৯ মার্চ সোমবার সকালে ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত ৭মার্চ শনিবার রাতে বন্দর থানার মদনপুর ও গত ৮ মার্চ রবিবার সন্ধ্যায় সোনাচড়া এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ ও ধামগড় ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করে।
জানা গেছে, গত ৭ মার্চ শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর ইসলামিয়া সুপার মার্কেটের সামনে মাদক উদ্ধারের অভিযান চালায়। ওই সময় ডিবি পুলিশ ১৩০ পিছ ইয়াবা সহ সোনারগাঁ থানার কাজিরগাও এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে বেলায়েত হোসেন (৩৮), একই থানার মাঝেরচরস্থ ইলিয়াসদী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে সাত্তার (৩০) ও বন্দর থানার চিড়াইপাড়া এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে রফিককে গ্রেপ্তার করে।
এ ছাড়াও গত ৮ মার্চ রবিবার সন্ধ্যায় ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম সহ সঙ্গীয় ফোর্স বন্দর থানার সোনাচড়া জামে মসজিদের সামনে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযানকালে ২৫ পিছ ইয়াবা সহ একই এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে কামাল হোসেন কমা (৪০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে কবির হোসেনকে গ্রেপ্তার করে।