সোনারগাঁয়ের মামরকপুুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় নেয়ামত আলী নামের একব্যক্তি বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, একই এলাকার মৃত অহেদ আলীর ছেলে মোঃ কাশেম আলীদের ও নেয়ামত আলীদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে।

এর জের ধরে গত ৬মার্চ দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের মৃত অহেদ আলীর ছেলে মোঃ কাশেম আলী, আবেদ আলী, কাশেম আলী, মোঃ কাশেম আলীর ছেলে মোঃ খোকন, মোরসালিন, আলামিন, মোঃ কাশেম আলী স্ত্রী মোসাঃ নাসিমা ও কামালের ছেলে মোঃ নিলয় (২৫) সহ ৪/৫ অজ্ঞাতনামা নেয়ামত আলীদের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার সময় বাধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে তারা দলবল নিয়ে এই হামলা চালিয়ে আনু বেপারীর ছেলে নেয়ামত আলী, নেয়ামত আলীর ছেলে নুরুল হক, মেয়ে নিলুফা, স্ত্রী আমেনা বেগম, নেয়ামত আলীর ভাতিজা আলী আকবরকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় নেয়ামত আলী বাদী হয়ে মোঃ কাশেম আলী(৬৪), আবেদ আলী(৪৫), কাশেম আলী, মোঃ খোকন(৩০), মোরসালিন(২৬), আলামিন(২৪), মোসাঃ নাসিমা(৪০), মোঃ নিলয় (২৫) সহ ৪/৫ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আবেদ আলী নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।