সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। আমরাও যারা ৭৫’র পর রাজনীতি করতে এসেছি আমরা চেয়েছিলাম বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ একটু অন্য রকমভাবে নিতে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটা কথাই স্পষ্টভাবে বলেছিলেন, আইনের শাসনের মাধ্যমেই এই হত্যার বিচার হবে।
শামীম ওসমান আরও বলেন, ২১আগস্টের ঘটনা যদি ঘটে যেত, নেত্রী যদি বেঁচে না থাকতো তাহলে অনেকেই জেলে থাকতো। আজ চারিদিকে দেখছি শুধু বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু। ১৯৭৯ থেকে এ পর্যন্ত আসতে গিয়ে এই হাত দিয়ে ৫০টি মানুষকে দাফন করে ফেলেছি।
১৪ মার্চ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মাঠ প্রাঙ্গণে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও নারায়ণগঞ্জ ক্লাবের সহযোগিতায় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সচিব মেসবাহ উদ্দিন ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসলাম।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবন্দসহ সকলকে নিয়ে আমরা কাজ করি। সরকারের প্রয়োজনে আমরা কাজ করি। দেশের যেকোনো প্রয়োজনে আমরা কাজ করতে চাই। বঙ্গবন্ধু চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রো একটি কথা বলেছিলেন যে, তিনি কখনো হিমালয় দেখেনি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছেন। বঙ্গবন্ধুকে দেখেই তিনি হিমালয়ের বিশালতা অনুভব করেছেন এবং এর মাধ্যমেই তার হিমালয় দেখা হয়ে গিয়েছে। এই ধরনের একটি উক্তি যদি কেউ কারো সম্পর্কে করে তাহলেই বোঝা যায় যে, তারা ব্যক্তিত্ব কতো বড় ছিলো।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘শত ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ। শত সংগ্রামের শহর নারায়ণগঞ্জ। আজ এই শহরে সবাই মিলে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দেয়ার কাজ শুরু করেছি। আজকে এখানে এসেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি একেএম শামীম ওসমান যার রক্তে একেএম শামসুজ্জোহার রক্ত প্রবাহিত। যেই একেএম শামসুজ্জোহা নারায়ণগঞ্জে ছিলো বলেই বঙ্গবন্ধু বারবার নারায়ণগঞ্জে চলে এসেছেন। এতে এখানে রাজনৈতিক সূতিকাগার তৈরী হয়েছে। এই নারায়ণগঞ্জ কিন্তু বাংলাদেশকে সব সবকিছুতেই সাপোর্ট দিয়েছে।’
অনুষ্ঠানে ডা.একেএম শফিউল আলম ফেরদৌসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুতুব উদ্দীন আকসির ও ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, সদস্য রবিউল হোসেন, মাহমুদা ইকবাল, সিরাজ উদ্দিন আহমেদ, জাকির হোসেন শাহিন, গৌতম কুমার সাহা, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া প্রমূূখ। ফাইনাল খেলায় অফিসার্স ক্লাব ঢাকা সবুজকে হারিয়ে পাবনা স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স বিজয়ী হয়।