নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু চত্ত্বরের উদ্বোধন করলেন মেয়র আইভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু চত্ত্বরের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় শহরের ২নং রেল গেট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে ¤্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করেন মেয়র।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মাত্র ৩৬ লাখ টাকা ব্যয়ে এ বঙ্গবন্ধু চত্বরের নির্মাণ কাজ করা হয়েছে। এর নকশা প্রণয়ন করেছেন, স্থপতি নুরুজ্জামান এবং বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তির ভাস্কর ছিলেন শিল্পী রিংকু অনিমিখ।

বঙ্গবন্ধু চত্বরে ঢুকতেই রয়েছে হাটার রাস্তা, রাস্তার দুপার্শ্বে রয়েছে বৃক্ষশোভিত কংক্রিটে নির্মিত বসার স্থান। উত্তর পাশে লাল ইটের দেয়ালের সামনে রয়েছে দুটি ছোট আকারের উন্মুক্ত মঞ্চ। পূর্ব থেকে পশ্চিম দিকে কৌনিক হয়ে যাওয়া এ চত্বরের ঠিক পশ্চিম দিকে রয়েছে বঙ্গবন্ধুর নাম ও সংক্ষিপ্ত পরিচয় সম্বলিত ফলক ও তারঁ আবক্ষ মূর্তিটি। যা উদ্বোধনের পর থেকেই সবার নজরকাড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে আসা সবাই বঙ্গবন্ধু চত্বর ও তাঁর আবক্ষ মূর্তি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শহরের বুকে বঙ্গবন্ধু বলে অনেকে মন্তব্য করেছেন।

জানাগেছে, ২০১৯ সালের ২০ জুন ২নং রেলগেট এলাকায় দেওভোগ আলী আহম্মদ চুনকা সড়কের মুখে (যেখানে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ করা হয়েছে) ১৯৪৩ সালে নির্মিত রহমত মুসলিম ইনস্টিটিউট ভবন ভাঙার কাজ শুরু হয়। পরে এখান চত্তর নির্মাণের কাজ শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের পক্ষ থেকে রহমতউল্লাহ ইনস্টিটিউটের পুরনো ভবনটি ভাঙার বেশ আগেই তৎকালীন পৌরসভার মাধ্যমে রাজউক পাশেই ২৪ শতাংশ জায়গার উপর একটি বহুতল ভবন ‘রহমতউল্লাহ মুসলিম ইন্সটিটিউটের জন্য নির্মাণ করে দিয়েছে।