সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিদ্যানিকেতন হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে একশত ফলজ, বনজ ও ফুল গাছ রোপন করা হয়। ১৭ মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এবং ভূঁইয়ারবাগ এলাকার বিভিন্ন উন্মুক্ত স্থানে এসব বৃক্ষ রোপন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা।
এর আগে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করেন এবং ছাত্র শিক্ষক মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম দিনের উৎসব শুরু করা হয়। পরে বিদ্যালয়ের পাঠাগারে স্থাপিত বঙ্গবন্ধুর ছবি এবং বঙ্গবন্ধুর উপর লেখা এক’শ বই নিয়ে গড়ে তোলা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্নার পরিদর্শন করেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও শিফট ইনচার্জ সালমা বেগম শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে বঙ্গবন্ধুর উপর প্রদর্শিত বিভিন্ন ছবির পরিচয় তুলে ধরেন। মুক্তিযুদ্ধের যাদুঘর এসব ছবি বিদ্যানিকেতন কে প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাষ্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও আফজাল হোসেন পন্টি।