সোনারগাঁ পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন গাজী মজিবুর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার গত নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান। কিন্তু দলের মনোনয়ন পেয়েছিলেন জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী। কিন্তু নির্বাচনে স্থানীয় এমপি ও আওয়ামীলীগের একটি বিশাল অংশের বিরোধীতার কারনে পরাচিত হন রাব্বী।

একইভাবে এর আগের নির্বাচনে দলীয় সমর্থনে মেয়র প্রার্থী ছিলেন গাজী মজিবুর রহমান। সেই নির্বাচনেও আওয়ামীলীগের বিরোধীতার কারনে এখানে সরকারি দলের প্রার্থীর পরাজয় বহন করতে হয়। দুটি নির্বাচনেই মেয়র নির্বাচিত হন সাদেকুর রহমান। গত নির্বাচনে সাদেকুর রহমান নৌকা প্রতীকে মনোনয়ন চাইলেও এর আগের নির্বাচনে তিনি বিএনপি-জামাতের সমর্থন নিয়ে নির্বাচন করেছিলেন।

এদিকে সোনারগাঁ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গাজী মজিবুর রহমান।

২০ মার্চ শুক্রবার পৌরসভার গোবিন্দপুর এলাকায় স্থানীয় গ্রামবাসীদের নিয়ে করোনা ভাইরাস সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ ও দোয়া মিলাদ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ সময় গাজী মজিবুর রহমান বলেন, সোনারগাঁ পৌরসভা নির্বাচনে অর্থের শক্তির কাছে আমাদের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জয়ী হতে হবে। আশাকরি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক উপহার দিবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে সোনারগাঁ পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এ সময় তিনি আগামী নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

আওয়ামীগ নেতা মোস্তফা কামাল নিলুর উপস্থাপনায় বক্তব্য দেন- আমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ, যুগ্ম সম্পাদক আমির হোসেন, আব্দুল মজিদ তালুকদার, আতাউর রহমান, দেলোয়ার হোসেন মিন্টু, মামুন আল ইসমাইল, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামীম মীর, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা খোকন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মেদ বাবু, যুবলীগ নেতা শাহীন আলম স্বাধীন, জহিরুল ইসলাম রিপন, হারুনুর রশিদ মিন্টু, অ্যাডভোকেট সবুর আহাম্মেদ সবু, অ্যাডভোকেট ফিরোজ হোসাইন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শামীম প্রমূখ।