সোনারগাঁয়ে সচেতনতা বাড়াতে ও বাজার মনিটরিংয়ে নির্বাহী কর্মকর্তার প্রচারণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা বৃদ্ধি, প্রতিরোধ, লক্ষণ ও করোনীয় সম্পর্কে জনগণকে অবহিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম না বাড়ানো এবং বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের বাধ্যতামুলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা সহ বিভিন্ন বিষয়ে অবহিতকরণের লক্ষে ২১ মার্চ শনিবার সকাল থেকে উপজেলা বিভিন্ন হাটবাজার, মার্কেট ও জনবসতি এলাকায় মাইকিং গণসচেতনা তৈরী করতে হ্যান্ট মাইক হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।

এছাড়া সোনারগাঁয়ে নিত্যপণ্য দ্রব্যের মূল্য বেশি রাখার অভিযোগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ২১ মার্চ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম সাইদুল ইসলাম জানান, করোনা ভাইরাস আতঙ্কে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট দেখিয়ে জনসাধারণের কাছে যেমন, বিশেষ করে চাউল, পেয়াঁজ, রসুন, আলু ইত্যাদি ইত্যাদি বেশি মূল্যে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তার সাহাবুদ্দিন কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া বিদেশ ফেরত প্রবাসীরা যাতে বাধ্যতামুলক ১৪ দিন কোয়ান্টাইনে থাকে সেজন্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সর্তক করা হয়েছে।