দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে সোনারগাঁয়ে চালের দুই আড়ৎদারকে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোন ভাইরাস ইস্যূকে পুজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে অতিরিক্ত মূল্য আদায় ও অতিরিক্ত চাল মজুদ করার অপরাধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকার ব্যাপারী বাজারে দুটি চালের আড়ৎকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল রহমান এ আদালত পরিচালনা করেন। এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল রহমান জানান, করোনা ভাইরাসকে পুঁজি করে এক ধরণের মুনাফালোভী ব্যবসায়ীরা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরী করে। পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে জনগণকে ঠকিয়ে দাম বাড়িয়ে বিক্রি করেন।

তিনি বলেন, আমরা গত ৩দিন ধরে উপজেলার প্রত্যেকটি বাজার মনিটরিং করে অধিক মুনাফালোভী ও মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেছি। রবিবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের ব্যাপারী বাজারে মূল্য তালিকা না থাকায়, পেয়াজের মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিক্রি করায়, অতিরিক্ত চাল ও ডাল মজুত করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে জেসমিন স্টোরের মালিক আনসর আলীকে ৫০হাজার টাকা, কামরুল স্টোরের মালিক কামরুলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিয়ান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।