সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার। এই মুক্তিতে যদি সরকারের কোন অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে সরকারকে ধন্যবাদ জানাই। এক্ষেত্রে মনে করবো সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আর যদি সরকারের অসৎ উদ্দেশ্য থাকে সেটা দেশের জনগণ প্রতিহত করবে। কিন্তু আজকে দেশে করোনাভাইরাসের কারনে আতংকে মানুষ। এখন এই করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করে গড়ে তোলাই হবে সকলের একমাত্র দায়িত্ব। সেই সঙ্গে এই ভাইরাস মোকাবেলায় দলমত নির্বিশেষে কাজ করা উচিত বলে মনে করি।
২৫ মার্চ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের মাসদাইর মুসলিম একাডেমীর সামনে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক আপ্যায়ণ বিষয়ক সম্পাদক এবং ১৩নং ওয়ার্ডের সমাজ সেবক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের উদ্যোগে রিক্সাওয়ালাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন সাখাওয়াত।
এর আগে সেখানে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান রাস্তায় দাড়িয়ে নিজ হাতে প্রায় ৫শতাধিক রিক্সাওয়ালার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। দেশে করোনাভাইরাস আতংকে দিনমজুরদের যখন আয়ের পথ বন্ধ তখন দূর্বিষহ জীবন যাপনের সময় সহযোগীতার হাত বাড়িয়ে রিক্সাওয়ালাদের মাঝে চাল ডাল আলু সহ খাদ্য সামগ্রী ও মাস্ক, সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের উদ্যোগ নেন আনোয়ার প্রধান।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই সাবেক সভাপতি আরও বলেন, বর্তমানে করোনাভাইরাসের মাধ্যমে মানবজাতি একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাতের বিজয় হবেই ইনশাহআল্লাহ। আর এই বিজয়ের জন্য আমাদের সৃষ্টিকর্তার নিকট ক্ষমা চাইতে হবে এবং সচেতন হতে হবে।
বিএনপি নেতা সাখাওয়াত বলেন, প্রত্যেকেই প্রশাসনের মাধ্যমে বিশ^ স্বান্থ্য সংস্থার দিকনির্দেশনা মেনে চলতে হবে। বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি ভীত না হয়ে মানুষকে সচেতন করতে সচেষ্ট আছে। শহরের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এ সময় অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান শহরের সামর্থবান মানুষদের এই দূর্যোগে অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে নিরাপদ থাকার কোন বিকল্প নেই। আর নিরাপদে থাকার সবচেয়ে ভালো উপায় হলো নিজ গৃহে অবস্থান করা, অযথা বাইরে বের না হওয়া। কিন্তু এ সময়ে সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে বেঁচে থাকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা প্রতিটি সামর্থবান মানুষের একান্ত কর্তব্য। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।