বন্দরে কিস্তি আদায়কালে মোবাইল কোর্টের অভিযান, পালিয়ে গেল এনজিও কর্মকর্তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে গরীব গ্রাহকদের জিম্মি করে কিস্তি আদায়কালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে সিদীপ নামক একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা। ২৫ মার্চ বুধবার দুপুরে বন্দর থানার আলীগনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

তথ্য সূত্রে জানা যায়, বন্দর উপজেলার আলীনগর এলাকার হামিদউল্লাহ মেম্বারের বাড়ি ভাড়া নিয়ে সিদীপ নামক একটি এনজিও প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল। বন্দরের বিভিন্ন অঞ্চলের লোকজনকে ঋণ দিয়ে সুদ আদায় করে থাকে।

কিন্তু সম্প্রতি করোনাভাইরাসের কারণে সরকারিভাবে এ সকল এনজিও প্রতিষ্ঠানগুলোকে আগামী ৬মাসের মধ্যে কিস্তি আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করা হলেও সরকারের সে সকল নির্দেশনা উপেক্ষা করে বুধবার সকাল থেকেই সিদীপ এনজি’র ম্যানেজার আব্দুর রব ও ফিল্ড সুপার অফিসার ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তারা যোগ সাজশ করে নিরীহ গ্রাহকদের মামলা ও পুলিশের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কিস্তি আদায় করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফিফা খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে হানা দেয়। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে এনজিও এর কর্মকর্তা যথাক্রমে ম্যানেজার আব্দুর রব ও ফিল্ড অফিসার দ্রুত পালিয়ে যায়।

পরে উপস্থিত ম্যাজিষ্ট্রেট আফিফা খান এনজিও’র লোকজনের উপস্থিতিতে উক্ত অফিস আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন অন্যথায় জেল জরিমানা করা হবে বলে হুশিয়ার করে দেন।