সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাস মহামারিতে দিনমজুর ২০০ পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ নামে সামাজিক সংগঠন। আগামী ৫দিন এই ২০০ পরিবারের প্রায় ৩ হাজার সদস্যকে খাবারের ব্যবস্থা করেছে সংগঠনটি।
এর আগে এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি রাগীব হাসান ভূঁইয়া ইতিমধ্যে মাস্ক বিতরন, স্যানিটাইজার বিতরণ ও পানির মেশিন স্থাপনের ব্যবস্থা করেছিল।
রাগীব হাসান ভূঁইয়া জানান, ৩ হাজার মানুষের তার এ খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আটা তার এ প্রজেক্টে অনুদান দিয়েছে জাগ্রত সংসদের সদস্য, বিভিন্ন ব্যবসায়ী, ভাই, বোন, আত্মীয় সজন সহ অনেক বন্ধু বান্ধব। তার এ সকল কাজে সকলে খুশি হয়ে তার প্রশংসা করছেন।
রাগীব হাসান ভূঁইয়া বলেন, সবাই যদি কোয়ারান্টাইন এ থাকি সেবা করবে কে? বাঙালী হলো আবেগপ্রবণ জাতি। মানুষ মানুষের জন্য তা আবারো প্রমানিত। নারায়ণগঞ্জ এ অনেক জনপ্রতিনিধির পাশাপাশি অনেক সংগঠন এ সকল কাজে এগিয়ে আসছেন। সবাই কাজ করছেন। আশা করি আমি যদি ২০০ পরিবারের দায়িত্ব নিতে পারি তাহলে সবাই কমপক্ষে ১০০ পরিবারের জন্য কিছু করবে। আর এতে নারায়ণগঞ্জের মানুষ কেউ না খেয়ে মরবে না বলে আমার বিশ্বাস।