জনতার পাশে ‘বোকা’, নাই ‘দানবীর’ ‘জননেতা’ ‘বীরপ্রতীক’ ‘সোনালী ফসল’!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে দেশের বিপুল সংখ্যক দিনমজুর ও তাদের পরিবারের সদস্যদের জীবন যাপন আহারের ব্যবস্থা প্রায় নেই। একই অবস্থা নারায়ণগঞ্জের মানুষেরও। খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের ভুমিকা বেশ হতাশাজনক। যাদের নামের আগে তার অনুগত নেতাকর্মীরা বক্তব্য রাখার সময় বিভিন্ন বিশেষণ যুক্ত করেন এমন সব নেতা যারা জনপ্রতিনিধি তারা নেই জনগণের পাশে। তবে জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাই প্রতিদিন খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার নিয়ে যাচ্ছেন মানুষের ঘরে ঘরে। দিন রাত তিনি পরিশ্রম করছেন। কিন্তু বাকি ৪ জনের ভুমিকা প্রশ্নবিদ্ধ। তারা সরকারের দায়িত্বের বাহিরে তারা জনপ্রতিনিধি হিসেবে নিজ উদ্যোগে কোনভাবে জনগণের পাশে এসে দাড়াচ্ছেন না।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত হোন লিয়াকত হোসেন খোকা। তারপর থেকে সোনারগাঁয়ে এমপি খোকাকে বোকা হিসেবে অনেকেই মন্তব্য করতেন। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এক সমাবেশে এমপি খোকাকে বোকা হিসেবে মন্তব্য করেছিলেন। বিষয়টি বেশ আলোচিত হয়।যে কারনে এমপি খোকা বেশকটি অনুষ্ঠানে বলেছিলেন, আমি বোকা হয়েই থাকতে চাই। বোকা হয়ে জনগণের সেবা করতে চাই। আমি চালাক হতে চাইনা।’ এদিকে এমন মহামারিতে সেই বোকা এমপি খোকাই জনগণের পাশে দাড়িয়েছেন। দিনের বেশির ভাগ সময় মাস্ক বিতরণ ও স্যানিটাইজার বিতরণ করছেন। আবার রাতের বেলায় ঘরে ঘরে গিয়ে দিনমজুর সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তিনি গত ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয় বারের মত ভোটে এমপি নির্বাচিত হোন।

নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তাকে তার অনুগত নেতাকর্মীরা কোন সভা সমাবেশে বক্তব্য রাখার শুরুতেই নজরুল ইসলাম বাবুকে বাংলাদেশ ছাত্রলীগের সোনালী ফসল আবার কেউ কেউ সোনালী অর্জন হিসেবে সম্বোধনে বক্তব্য শুরু করেন। কারন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের সাবেক এই নেতা টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু মহামারি করোনাভাইরাস প্রতিরোধে অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তো দুরের জনগণের মাঝে মাস্ক ও বিতরণও করতে দেখা গেল না।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বর্তমান এমপি গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক)। মহান মুক্তিযুদ্ধে রনাঙ্গনে যুদ্ধ করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বর্তমানে পাট ও বস্ত্র মন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় রয়েছেন। যুদ্ধাকালীন সময়ে তার ভুমিকায় তিনি বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। ইতিমধ্যে টানা তিনবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু এই মন্ত্রী রূপগঞ্জের জনগণের মাঝে কোন খাদ্য সামগ্রী বিতরণে এখনও নামেননি। তিনি শুধু একজন মন্ত্রী কিংবা এমপিই নন তিনি দেশের প্রতিষ্ঠিত একজন শিল্পপতি। অথচ মহামারিতে তিনিই জনগণের পাশে নাই।

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান। যিনি নিয়মিত দাবি করেন তার নির্বাচনী এলাকায় তিনি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। কিন্তু তার নির্বাচনী এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে বুঝা যায় তিনি কত হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন! প্রভাবশালী এই নেতার অনুগামী নেতাকর্মীরা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখার সময় হাজারো বিশেষণে সম্বোধন করেন। কেউ কেউ বলেন উন্নয়নের রূপকার, কেউ কেউ বলেন জননেতা। কেউ কেউ বলেন নারায়ণগঞ্জের প্রাণপুরুষ। দেশব্যাপী আলোচিত পরিচিত এই নেতাকে করোনাভাইরাসের মত মহামারিতে দূর্বিষহ জীবনযাপন করা দিনমজুরদের পাশে দাড়াতে দেখা গেল না। তার ছায়াও দেখা যাচ্ছেনা নারায়ণগঞ্জের জনগণের মাঝে। খাদ্য সামগ্রী বিতরণ তো দুরের কথা মাস্ক কিংবা স্যানিটাইজার নিয়েও সাধারণ মানুষের পাশে নাই তিনি। এমনকি তার উদ্যোগে তার নেতাকর্মীরাও বিপদগ্রস্থ মানুষের পাশে নাই। ফলে তার ভুমিকা হতাশাজনক।

একইভাবে নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির এমপি একেএম সেলিম ওসমানের ভুমিকা আরো রহস্যজনক। কারন যে সেলিম ওসমান বিভিন্ন স্কুল কলেজে কোটি কোটি টাকার অনুদান দিচ্ছেন সেই সেলিম ওসমানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ হয়নি সেটা বেশ রহস্যজনক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে কোন শিক্ষার্থী গান গেয়ে শোনালেও তাকে লাখ লাখ টাকা পুরষ্কার করার নজর স্থাপন করেছিলেন সেলিম ওসমান সেই তাকে মহামারিতে জনগণের পাশে দেখা যাচ্ছেনা। তার নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা দান করায় তার অনুগামী ব্যক্তিরা তাকে দানবীর সেলিম ওসমান হিসেবে সম্বোধন করেন। সেই তিনিও সরকারের দায়িত্বের বাহিরে গিয়ে জনগণের নেতা হিসেবে জনগণের পাশে নেই।