সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। সে সুবাদে নিম্ম আয়ের মানুষের জীবিকা নির্বাহের পথও বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের অসহায় গরীব মানুষেও।
এমন সময় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দী ও বিবিরকান্দী গ্রামে দেড় শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় পূর্বকান্দী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল্লাহ আল মুবিন ও শাহজালাল মিয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
৩ এপ্রিল শুক্রবার বিকেলে স্থানীয় যুবলীগ নেতা জিয়া প্রধান এবং ছাত্র সমাজ ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে জিয়া প্রধান বলেন, আমরা আমাদের সাধ্যমত ক্ষুদ্র প্রয়াস খাদ্য সামগ্রী নিয়ে দুটি গ্রামে ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, তেল, পিয়াজ বিতরণ করেছি। দেশের মানুষ করোনাভাইরাসের কারনে নিরুপায় হয়ে ঘরে বসে আছে। তাদের কোন প্রকার ইনকাম নেই। তাছাড়া সারাদেশ আজ লকডাউন করে দেওয়া হয়েছে। ফলে তাদের ইনকামের রাস্তাও বন্ধ হয়ে গেছে। যার ফলে আমরা গরীব রিক্সাচালক, ভ্যানচালক ও অসহায় দুঃস্থ লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করি।
তিনি আরোও বলেন, দেশের এ ক্রান্তিলগ্ন সমাজের বিত্তবানদের উচিত সমাজের অসহায় মানুষের পাশে এসে দাড়ানো।