সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ডিআইটি বানিজ্যিক এলাকায় বিএনপির কার্যালয় ভেঙ্গে ফেলার পূর্বে সেখানকার সকল কর্মসূচিতে সবার আগে যিনি উপস্থিত হতেন তিনি হলেন বিল্লাল হোসেন। দলীয় কর্মসূচি ঘোষণা করা হলে সেই কর্মসূচি বাস্তবায়নে সবার আগেই তিনি সেখানে মাইক নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতেন।
দলের সকল কর্মসূচিতে যার সক্রিয় ভুমিকা ছিল। আন্দোলন করতে গিয়ে জেল জুলুম নির্যাতন হামলা মামলার শিকার হয়েছেন একাধিকবার। সেই বিল্লাল হোসেন মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বিএনপি নেতাদের সূত্রে- ৮ এপ্রিল বুধবার বিকেলে গোগনগর এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিল্লাল হোসেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। দীর্ঘদিন তিনি হৃদরোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিলুপ্ত শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা যুবদলের সাবেক সভাপতি।