নারায়ণগঞ্জে নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে গলাচিপা সুহৃদ সামাজিক সংগঠন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহামারি করোনা আতংকে সকল পেশা শ্রেণির মানুষ কর্মহীন হয়ে পড়লেও সরকারী বা ব্যক্তি উদ্যোগে হতদরিদ্র ও দিনমজুর মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে প্রতিনিয়তই।

কিন্তু মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য কাউকে কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। এই সব পরিবারের মানুষগুলো অনাহারে দিন যাপন করলেও সেটা কারো কাছে প্রকাশ করতে পারে না।

সেই সকল পরিবারের কথা মাথায় রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের অরাজনৈতিক সংগঠন ‘গলাচিপা সুহৃদ সামাজিক সংগঠন’ এর পক্ষ থেকে ১’শ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের অর্ন্তভুক্ত যুবকরা প্রতিদিন রাতে ঐ সকল পরিবারের বাড়ির দরজার সামনে প্যাকেট রেখে চলে আসছে। তবে চলে আসার আগে দরজায় নক করে বলছে ভাই ‘আপনার এলকার ছোট ভাইদের ক্ষুদ্র চেষ্টা রাখলে খুশি হবো’ বলে চলে আসছে।

তাদের এই ক্ষুদ্র চেষ্টায় হয়েতোবা ঐ পরিবারগুলোর চাহিদা পুরণ না হলেও সাময়িকভাবে কিছুটা হলেও দুঃখ লাগব হচ্ছে। পাশাপাশি তাদের এই উদ্যোগ থেকে সমাজের বিত্তবানদের জন্য অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে।

এ আয়োজনে যারা অংশ গ্রহণ করেছেন তারা হলো ‘গলাচিপা সুহৃদ সামাজিক সংগঠন’ এর প্রধান উপদেষ্টা রবিউল হোসেন, রাকিব, আনিস, মিরাজ, বাপ্পি, আব্দুল, আয়নাল, সজিব, সুজন, সহিদ প্লাবন প্রমূখ।