নারায়ণগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ১৩, মোট ৫৯ জন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আরও আক্রান্ত হয়েছেন আরো ১৩জন। নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ জন। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এই তথ্য জানান।

বৃহস্পতিবার দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাইট সূত্রে জানা গেছে, দেশে গত ২৪ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরা ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২১। নতুন করে ১১২ জন সনাক্ত হয়েছেন এবং মোট সনাক্তের সংখ্যা ৩৩০।

আগের দিন বুধবার পর্যন্ত আই্ইডিআরসি’র তথ্য অনুসারে শুধু নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ১৩ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই করোনাভাইরাস সংক্রমণের দিক ঢাকার পরেই অবস্থান করছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি হিসেবে নারায়ণগঞ্জে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন।