সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এ পর্যন্ত মোট ৮৩ জন এ জেলায় করোনা রোগে আক্রান্ত হলেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন।
১১ এপ্রিল শনিবার পর্যন্ত সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে এ তথ্য জানানো হয়। দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এই তথ্য জানান।
গত ৭ এপ্রিল রাতে দেশের প্রথমে রেডজোন (ক্লাস্টার এরিয়া) এবং পরে হটস্পট হিসেবে চিহ্নিত করে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেয়া হয়। মহামারী করোনার কড়াল ছোবলে একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ।
আগের দিন ১০এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ৭৫জন এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। ১১ এপ্রিল শনিবার নতুন ৮ জন করোনা আক্রান্ত রোগী বাড়লেও নারায়ণগঞ্জ জেলায় করোনায় মৃত্যু নেই বলে জানিয়েছে আইইডিসিআর।
গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ৫৮ জন, মৃত্যু হয়েছে ৩ জনের জানিয়েছে আইইডিসিআর।