নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ২৪ জন, মোট ১০৭ জন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে করোনা রোগে আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এ জেলায় ১০৭ জন। প্রথমে রেডজোন অর্থাৎ ক্লাস্টার এরিয়া যা পরবর্তীতে হটস্পট হিসেবে চিহ্নিত করে পুরো নারায়ণগঞ্জকে গত ৭ এপ্রিল রাতে লকডাউনের ঘোষণা দেয়া হয়।

১২ এপ্রিল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৪জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তেতর সংখ্যা ১০৭ জন। দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়।

এখানে উল্লেখ্যযে, ১১ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ৮৩জন, এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। ১২ এপ্রিল নতুন ২৪ জন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে বেড়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর।

রবিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ১৩৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬২১জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৩৪ জনের বলে জানিয়েছে আইইডিসিআর।