ফতুল্লার পূর্ব ইসদাইরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার রহিমা বেগম নামে এক নারী (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের।

১২ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯টায় ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান বাসিন্দা এলাকার এই নারী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রহিমা বেগম ওই এলাকার সুলতান মিয়ার স্ত্রী।

নিহত রহিমা বেগমের বড় ছেলে রিপন জানান, শনিবার তার মায়ের প্রেসার ও ডায়াবেটিক সমস্যা বেড়ে যায়। পরে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে করোনা উপসর্গ থাকায় ভর্তি করা হয় কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানে রাতে মারা যান। পরে তার নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে।

রিপন আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিজেরাই লাশ দাফন করবে। আর সোমবার সকালে এসে তাদের বাড়ির সকলের নমুনা সংগ্রহ করবে। এ বাড়িতে রহিমা বেগমের তিন ছেলে, স্বামী সহ ১১ সদস্য রয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পরিবারের সদস্যদের দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সোমবার নমুনা সংগ্রহ করা হবে পরিবারের অন্য সদস্যদের। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।