সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মনির হোসেন (৩৮) নামে আরও একজনের করোনাভাইরাসে আক্রান্তের সনাক্ত হয়েছে। এ নিয়ে বন্দরে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন এবং যার মধ্যে এক নারীর মৃত্যু হয়।
করোনা আক্রান্ত মনির হোসেন এনায়েতনগর নয়াপাড়া এলাকার মমিন পাটুয়ারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ চাষাড়া নূর মসজিদের সামনে মশারি বিক্রি করতেন বলে এলাকাবাসী জানান।
বন্দর থানার সহকারী পুলিশ পরিদর্শক তালেব হোসেন জানান, জ্বর-ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন মনির হোসেন। তার নমুনা টেস্টে পাঠানো হলে ১৩ এপ্রিল সোমবার সকালে আইইডিসিআর থেকে করোনা টেস্টে পজেটিভ আসে।
বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, করোনা পজেটিভ আসার পর মনির হোসেনের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। ওই এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।
এর আগে করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার মারা যান বন্দরের শাহী মসজিদ এলাকার সাবির হোসেন নামে এক ব্যক্তি। সোমবার তার বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। বন্দরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা পাঁচ বলে ডা.মশিউর রহমান অপু জানান।