সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে জ্বর ও মাথা ব্যথা নিয়ে কয়েকদিন আগে উপজেলার নাগের হাট এলাকায় যান। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, লৌহজং থেকে ১২ এপ্রিল রবিবার পর্যন্ত ২৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৮ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে। একজনের করোনা পজিটিভ এসেছে। বাকি পাঁচজনের রেজাল্ট এখনও পাওয়া যায়নি। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নাগেরহাট গ্রামে। তিনি কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে লৌহজংয়ে গ্রামের বাড়িতে আসেন।
এর আগে মুন্সিগঞ্জের পাঁচটি উপজেলা শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গীবাড়ি, গজারিয়া ও মুন্সিগঞ্জ সদরে ১২জন করোনা রোগী সনাক্ত হয়। লৌহজংয়ের নতুন আক্রান্ত রোগী নিয়ে মুন্সিগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৩।