সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
১৩ এপ্রিল সোমবার সকালে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে ২’শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন মাসুদুর রহমান মাসুম।
ত্রাণ বিতরণকালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমি পিরোজপুর ইউনিয়নের ৮ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। প্রধানমন্ত্রীর ত্রাণ আমি আলাদা করে রেখে পুণরায় অতিদরিদ্র্য পরিবারের মাঝে বিতরণ করছি।
তিনি দাবি করেন- এ ইউনিয়নের মানুষ না খেয়ে থাকবেন না। আমি পুণরায় ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ দেওয়া অব্যাহত রাখবো। সবাই ঘরে থাকুন। আমরা আপনার ঘরে খাবার পৌঁছে দিবো।
জানাগেছে, এর আগে পিরোজপুর ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সেই সঙ্গে তিনি ৭০ জন হিজড়া সম্প্রদায়কে আর্থিক সহায়তা দিয়েছেন এবং প্রতিবন্ধি ২৫০ জনের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সরকারি বরাদ্ধের ত্রাণ সামগ্রীর সঙ্গে তিনি ভর্তুকি দিয়েও খাদ্য সামগ্রী বিতরণ করছেন।