সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের লাশ সোনারগাঁও থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় খুনি আবদুল মাজেদের লাশ দাফন করা হয়েছে গত ১২ এপ্রিল রবিবার ভোরে।
১৩ এপ্রিল সোমবার সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বীর উদ্যোগে মোগড়াপাড়া চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগ অফিসের সামনে তারা সামাজিক দুরত্ব বজায় রেখে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন
মানববন্ধনে অ্যাডভোকেট এটি ফজলে রাব্বি বলেন, সকলের অজ্ঞাতসারে সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ দাফন করা হয়েছে। এজন্য সোনারগাঁ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করা হয়েছে। তার লাশ তার পৈত্রিক বাড়ি ভোলায় দাফন না করে সোনারগাঁ করায় আমরা ক্ষুব্ধ। এতে করে সোনারগাঁকে কলঙ্কিত করা হয়েছে বলে মনে করি।
মাহফুজুর রহমান কালাম বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদকে সোনারগাঁয়ে দাফনের মাধ্যমে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কিত করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না। খুনি মাজেদ যেহেতু সোনারগাঁয়ের সন্তান নয় সোনারগাঁয়ে কুলাঙ্গারকে জন্ম দেয়নি সুতরাং তার কবর সোনারগাঁয়ে হতে পারে না। জননেত্রী শেখ হাসিনার কাছে সবিনয় প্রার্থনা এ খুনি লাশ যাতে সোনারগাঁ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
মানবন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মোল্লা, উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুর রহমান মুকুল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ।